হ্যাক হয়ে গেল তৃণমূলের দুটি ফেসবুক গ্রুপ। দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও হ্যাকারদের কবলে পড়েছে। ঘটনার কথা উল্লেখ করে ইতিমধ্যেই দিল্লীর ফেসবুক অফিসে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। দুদিনের মধ্যেই গ্রুপ দুটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
গ্রুপ হ্যাকড হওয়ার নেপথ্যে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী৷ এই দুটি গ্রুপ ফেরানো না হলে, আইনি পথে হাঁটারও হুঁশিয়ারি দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব৷
গোটা ঘটনায় ক্ষুব্ধ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বৃদ্ধি মোটেও ভাল চোখে দেখছে না বিজেপি৷ তাই গেরুয়া শিবিরের ষড়যন্ত্রেই ফেসবুক এবং হোয়াটস অ্যাপ গ্রুপ হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে বলেই অভিযোগ তাঁর৷
দীর্ঘদিন ধরেই ফেসবুক ও হোয়াটস অ্যাপে ‘টিএমসিএস’ এবং ‘টিসিসিএফ’ নামে দুটি গ্রুপ রয়েছে৷ ওই গ্রুপ দুটির মাধ্যমে তৃণমূল কর্মী-সমর্থক ও দলীয় নেতারা একে অপরের সঙ্গে যোগাযোগ করেন৷ গ্রুপ দুটিতে প্রায় সাড়ে চার লক্ষ সদস্য রয়েছেন৷ সোমবার রাত থেকেই ফেসবুক গ্রুপদুটি কাজ করা বন্ধ করে দিয়েছে৷ তৃণমূলের তরফে জানানো হয়েছে, গ্রুপ অ্যাডমিন বা মডারেটর, কেউই সেটি খুলতে পারছেন না। লিঙ্কে ক্লিক করলেই ‘এরর’ মেসেজ আসছে। স্ক্রিনে ভেসে উঠছে, ‘দুঃখিত, এই মুহূর্তে বিষয়টি উপলব্ধ নয়’।
ফেসবুকের সমস্যা মিটতে না মিটতেই মঙ্গলবার সকালে তৃণমূলের একটি হোয়াটস অ্যাপ গ্রুপও হ্যাকড হয়ে যায়৷ এদিন সকালে এক তৃণমূল কর্মী হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠাতে গিয়ে অসুবিধায় পড়েন। ‘নো কনটেন্ট ফাউন্ড’ লেখা মেসেজও পান ওই ব্যক্তি৷ দলীয় নেতৃত্বের মাধ্যমে অভিযোগ জানানো হয় হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষকেও৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে৷