রাফাল দুর্নীতি নিয়ে এতদিন বিরোধীদের তোপের মুখে পড়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার সেই বিতর্কের আগুন ছড়িয়ে পড়ল দলের অন্দরেও। রাফাল যুদ্ধবিমান চুক্তিতে বিজেপি দুর্নীতি করেছে, এই অভিযোগ তুলে দল ছাড়লেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক আশিস দেশমুখ। জানা গেছে, খুব শীঘ্রই কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি।
মঙ্গলবার আশিস দেখা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে। তখনই জল্পনা শুরু হয়, গেরুয়া ছেড়ে হাত শিবিরে যোগ দিতে চান আশিস দেশমুখ। এরপরই একটি বিবৃতি দিয়ে বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগেন আশিস। বলেন, ‘মহারাষ্ট্র সরকার, ম্যাগনেটিক মহারাষ্ট্র ও স্কিল ইন্ডিয়া প্রকল্প রূপায়নে ব্যর্থ হয়েছে। তার ওপরে রয়েছে রাফায়েলের মতো বড় মাপের দুর্নীতি। এর পর আর দলে থাকা মানায় না। তাই দল ছাড়ছি’। রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম তাঁর থেকে অনেক কিছু আশা করে।
আশিষ দেশমুখ মহারাষ্ট্রে কাটোল বিধানসভা কেন্দ্রের বিধায়ক৷ এর আগে তিনি কংগ্রেসেই ছিলেন৷ চার বছর আগে মহারাষ্ট্র বিধানসভা ভোটের সময় কংগ্রেস ত্যাগ করে গেরুয়া জার্সি গায়ে তুলে নেন৷ এবার দুর্ণিতির অভিযোগ তুলে গেরুয়া শিবির ছেড়ে নিজের পুরনো দল কংগ্রেসে ফিরে গেলেন। তবে বিজেপির এক মুখপাত্র জানিয়েছেন, আশিসের ইস্তফাপত্র এখনই গৃহীত হবার সম্ভাবনা কম। কারণ বছর শেষেই মহারাষ্ট্র বিধানসভা ভোট৷ তার আগে কোনও উপনির্বাচন চায় না বিজেপি৷