অবশেষে গ্রেপ্তার হলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি ওমপ্রকাশ সিং। বনধের দিন রীতিমতো মস্তানি করার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। হাওড়ার এক নিরীহ অটোচালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরও করেছিলেন। সেই অভিযোগেই লিলুয়া থেকে তাঁকে গ্রেপ্তার করল হাওড়া থানার পুলিশ। জানা গেছে, দলীয় এক কর্মীর বাড়িতে আত্মগোপন করেছিলেন ওমপ্রকাশ। তাঁর সঙ্গী সত্যেন্দ্র যাদবকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতে তোলা হলে বিচারক দুজনকেই ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
বাংলা বনধের দিন কার্যত দাদাগিরি করেছিলেন বিজেপি যুব মোর্চার হাওড়ার সভাপতি ওমপ্রকাশ সিং। পুলিশের উপস্থিতিকে ‘ডোন্ট কেয়ার’ করে এক অটোচালককে মারধর করেন নির্মমভাবে। মাটিতে ফেলে এলোপাথাড়ি লাথি মারেন। সেই ছবি সমস্ত সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই নিন্দার ঝড় বয়ে যায়। পুলিশও তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু অবস্থা বেগতিক বুঝে গা ঢাকা দিয়েছিলেন ওমপ্রকাশ। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া থেকে একাধক বাসে ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ার অভিযোগও আছে। অবশেষে ঘটনার ৬ দিন পর বিজেপি-রই এক দলীয় কর্মীর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ওমপ্রকাশকে গ্রেপ্তারের প্রতিবাদে হাওড়া থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকেরা।