ভেঙে পড়ছে এজেসি বোস রোড ফ্লাইওভার – আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ একটি ভিডিও ঘিরে এমনই গুজব ছড়িয়ে পড়ে কলকাতায়। ওই ভিডিওটিতে দেখা যায়, লা’মার্টিনিয়ার স্কুলের সামনে এজেসি বোস ফ্লাইওভারের একটি অংশ থেকে বালি ঝড়ে পড়ছে। এর পরই ব্রিজ ভেঙে পড়েছে বলে আতঙ্ক ছড়ায়।
https://www.facebook.com/ekhonkhobor18/videos/296443667841418/?t=0
ঘটনাটি ঘটেছে মূলত, এজেসি বোস রোড-রডন স্ট্রিট সংযোগস্থলে। ফ্লাইওভারের পাইপলাইন থেকে ধুলো পড়তে দেখেই স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। সবাই ফ্লাইওভারের নিচ থেকে সরে যান। বন্ধ হয়ে যান যান চলাচল। ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ত দপ্তরের আধিকারিকেরা। অনেকেই পুরো ঘটনাটির ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
আতঙ্কিত সাধারন মানুষকে আশ্বস্ত করে স্থানীয় পুলিশ কর্মীরা জানান, ফ্লাইওভারের কিছু হয়নি। ব্রিজের উপর রুটিনমাফিক মেরামতির কাজ চলার সময় ওই ভাবে বালি ঝরে পড়তে দেখা যায়৷ কাজ শেষ হয়ে যাওয়ার পর এখন পরিস্থিতি স্বাভাবিক। আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু তাতে ভবি ভোলেনি। শেষে গুজবে কান দিতে বারন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কলকাতা পুলিশ। লেখা হয়, ‘গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। রডন স্ট্রিট আর এজেসি বোস রোডের ক্রসিংয়ে কিছু বালি পড়তে দেখে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে গুজব রটে গেল! আসলে ব্রিজের রাস্তা পরিষ্কার করে ধুলো বালিগুলো ফ্লাইওভারের পাইপলাইন দিয়ে নীচে প্পহেলার সময় এই ভিডিও রেকর্ড করা হয়। সেটা থেকেই মিডিয়ার মদতে গুজব রটে’।
অবশেষে এই পোস্ট দেখে আশ্বস্ত হয় জনতা।