ইতিমধ্যেই দমদম-নাগেরবাজার বিস্ফোরণের তদন্তভার হাতে নিয়েছে রাজ্য গোয়েন্দা বিভাগ (সিআইডি)। এলাকার বিধায়ক এবং মন্ত্রীর সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন সিআইডি তদন্তের।
বুধবার দুপুর ১টা নাগাদ সিআইডির আইজি অশোক প্রসাদের নেতৃত্বে ঘটনাস্থলে যান আধিকারিকেরা। দলটিতে ডিআইজি(সিআইডি) প্রণব কুমার, স্পেশ্যাল সুপারিন্টেনডেন্ট অনুপ জয়সোয়াল ছাড়াও ছিলেন বোমা বিশেষজ্ঞ এবং অন্যান্য আধিকারিকেরা।
গতকাল সকাল থেকেই ঘটনাস্থলের সামনের রাস্তায় দু’ধারে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় তদন্তের জন্য। সাধারণ বোমা বা সকেট বোমা নয়। নাগেরবাজার বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর এই ব্যাপারে নিশ্চিত বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। তবে, কোথা থেকে এল এই বিস্ফোরক? এত শক্তিশালী বিস্ফোরক এই এলাকায় কেনই বা রাখা হয়েছিল? আপাতত এই প্রশ্নগুলোই বড় করে ভাবাচ্ছে তদন্তকারীদের।