সারা দেশেই কোণঠাসা বামেরা। টিমটিম করে জ্বলছে শুধু কেরালায়। বাংলায় সাইনবোর্ড হওয়ার ক্ষমতাও হারিয়েছে তারা। গোদের ওপর বিষফোঁড়ার মতো জাগছে বিজেপি। সবমিলিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই উত্তরবঙ্গ থেকে ‘অধিকার যাত্রা’ শুরু করেছিল বামেরা। ১২১ টি বাম গনসংগঠনের মঞ্চ বেঙ্গল প্ল্যাটফর্ম মাস অর্গানাইজেশন-এর ব্যানারে রাজ্যের প্রতিটি জেলায় মিছিল করেছিল সিপিএম। তারপর আজ, মঙ্গলবার কলকাতার শহীদ মিনারে আয়োজন করা হল সমাবেশের।
কিন্তু সমাবেশ তেমন জমল কোথায়? সিপিএমের অধিকাংশ প্রথম সারির নেতা সমাবেশে হাজির থাকলেও উপস্থিত ছিলেন না বিমান বসু। তাৎপর্যপূর্ণ ভাবে অধিকার যাত্রার মিছিলেও অংশগ্রহণ করেননি বিমান। রাজ্যে সিপিএম নেতৃত্ব যখনই এমন পদযাত্রা বা জাঠা করেছে তার পুরোভাগে দেখা গেছে বর্ষীয়ান বিমানকে। কিন্তু এবারের অধিকারযাত্রায় বিমানের অনুপস্থিতি নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে গুঞ্জন। কেন বিমান পথে নামলেন না, তা নিয়ে প্রকাশ্যে কোনও সিপিএম নেতৃত্বই এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। গোটা সেপ্টেম্বর মাস জুড়ে অধিকারযাত্রা চলাকালীন অন্য কর্মসূচীতে অংশ নিয়েছিলেন বিমান। আলিমুদ্দিন সূত্রে জানা গেছে, এবার অধিকারযাত্রায় রাস্তায় হাঁটতে খুব বেশী উৎসাহ দেখাননি বিমান নিজেই। চিরকাল যাকে মিছিলে সবার আগে হাঁটতে দেখা যায়, এবার সেই বিমানের নেপথ্যে থাকা বেনজির বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের।
এদিনের সমাবেশ মঞ্চ থেকে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি, নারীর নিরাপত্তা, সাম্প্রদায়িক হিংসা বন্ধ-সহ একাধিক দাবি তুলে বক্তব্য পেশ করেন বাম নেতারা। এদিনের সমাবেশে প্রাক্তণ বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, নাট্যকার চন্দন সেন, চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার, কবি মন্দাক্রান্তা সেন প্রমুখ উপস্থিত ছিলেন।