বিশৃঙ্খলা রুখতে ব্যারিকেডই ভরসা। এবার থেকে পুরীর জগন্নাথ দেবের দর্শন পেতে গেলে ব্যারিকেড দিয়েই ঢুকতে হবে সকল পুণ্যার্থীকে। ভিড়ে ঠেলাঠেলি করে বিশৃঙ্খলা সৃষ্টি করার দিন শেষ। মন্দির সূত্রে খবর, মন্দির চত্বরে নারী ও পুরুষদের জন্য থাকছে আলাদা আলাদা ব্যারিকেড। সেই ব্যারিকেড দিয়ে সারিবদ্ধভাবে প্রবেশ করতে হবে মন্দিরের ভিতর।
জগন্নাথ মন্দির ও মন্দির চত্বর সংস্কারে সম্প্রতি একগুচ্ছ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। জগন্নাথ দর্শনে পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়েছে। এই নিয়েই গত বৃহস্পতিবার মন্দির পরিচালনা কমিটির বৈঠক বসে। ওই বৈঠকের সিদ্ধান্ত মতই মন্দির চত্বরে পরিকাঠামোগত সংস্কার সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ব্যারিকেড ব্যবস্থা চালু করতে চলেছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (এসজেটিএ)। আজ সোমবার থেকে পরীক্ষামূলকভাবে পুণ্যার্থীদের জন্য ব্যারিকেড ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন এসজেটিএ-র প্রশাসক পিকে মহাপাত্র। তিনি বলেছেন, মন্দিরের ভিতর জগন্নাথ দেব দর্শনে পুণ্যার্থীদের সিংহদুয়ার দিয়ে প্রবেশ করতে হবে। দর্শন শেষে তাঁরা সারিবদ্ধভাবে বেরিয়ে আসবেন মন্দিরের উত্তরপ্রান্তের দরজা দিয়ে। এই গোটা যাত্রাপথেই থাকছে ব্যারিকেড। পুণ্যার্থীদের সুষ্ঠুভাবে যাওয়ার জন্য লোহার রেলিং বসানোরও পরিকল্পনা রয়েছে। পুরীর জেলাশাসক জানিয়েছেন, পুণ্যার্থীদের কথা মাথায় রেখেই এই নয়া উদ্যোগ। তবে তা কতখানি কার্যকর হয়, সেটাই এখন দেখার। জানা গেছে, প্রাথমিকভাবে ব্যারিকেড ব্যবস্থা কতখানি সফল হয়, তার উপর নির্ভর করছে পরিকাঠামোগত পরিবর্তনের পরবর্তী পদক্ষেপ।