ইতালি চর্মশিল্পের জন্য বিখ্যাত। তাই এবারে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে জায়গা করে নিয়েছে ইতালির মিলান শহর। গত বিশ্ব বাণিজ্য সম্মেলনে মিলান শহরের গভর্নর এবং শিল্পপতিদের প্রতিনিধি দল এসেছিলেন বাংলায়। তাঁরা বাংলায় চর্মশিল্পের পরিকাঠামো দেখে খুশি। তাঁরা মুখ্যমন্ত্রীকে ইতালি যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই চর্মশিল্পের উন্নতিতে এবার বিনিয়োগ আসতে পারে ইতালি থেকে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলা চর্মশিল্পে দেশের এক নম্বর জায়গা নিতে চলেছে। লখনউ থেকেও চর্ম–ব্যবসায়ীরা চলে আসছেন। সেখানে ইতালি থেকে বিনিয়োগ এলে ভাল হবে।’
রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগ আনতে আজ রবিবার, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ইতালির মিলানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের সুবাদে গত কয়েক বছরে রাজ্যে সাড়ে ৯ লক্ষ কোটি টাকা লগ্নি–প্রস্তাব এসেছে। ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েও গেছে। বাদ বাকি কাজ চলছে।’ মমতার কথায়, ‘বাংলা গরিব রাজ্য। একটার বেশি বিদেশ সফর সম্ভব নয়। অনেক মুখ্যমন্ত্রী বছরে ১৪–১৫ বার বিদেশ যান। চার্টার্ড ফ্লাইটে। আমাদের এ–সব কিছু নেই। সব জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভবও নয়। আগামী বছরের সম্মেলনের জন্য বিদেশের আরও কিছু শহরে সচিবদের পাঠানো হয়েছে। পোল্যান্ডে মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি, সিলিকন ভ্যালিতে দেবাশিস সেন গিয়েছিলেন।
জানা গেছে, আজ রবিবার দুবাই হয়ে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে যাবেন মুখ্যমন্ত্রী। সেদেশে পাঁচদিন কাটিয়ে উড়ে যাবেন যাবেন ইটালির মিলানে। সেখানকার শিল্পপতিদের সঙ্গে বিনিয়োগ নিয়ে কথা বলবেন তিনি। মুখ্যসচিব, অর্থসচিব ছাড়াও মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন বাংলার একটি বাণিজ্যিক প্রতিনিধিদল।