ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন সেরেনা উইলিয়ামস। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে সেরেনা হারালেন অষ্টম বাছাই ক্যারোলিনা প্লিসকোভাকে। খেলার ফল ৬–৪, ৬–৩। সারা ম্যাচেই ছিল সেরেনার আধিপত্য। মাত্র ১ ঘণ্টা ২৬ মিনিটেই ম্যাচ জিতে যান সেরেনা। ম্যাচ জেতার পর সেরেনা বলেছেন, ‘আমি আরও ভাল টেনিস খেলতে চাই। সে ক্ষমতা আমার আছে।’ সেমিফাইনালে সেরেনা খেলবেন অ্যানাস্থাশিয়া সেভেস্তোভার বিরুদ্ধে। যিনি গতবারের চ্যাম্পিয়ন স্লোয়ান স্টিফেন্সকে হারিয়েছেন ৬–২, ৬–৩ গেমে।
এদিকে পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। যদিও নাদালকে যথেষ্ট লড়াই করতে হয়েছে ডোমিনিক থিমকে হারাতে। ৪ ঘণ্টা ৪৮ মিনিটের ম্যারাথন লড়াইয়ের পর শেষপর্যন্ত শীর্ষবাছাই নাদাল জিতেছেন ০–৬, ৬–৪, ৭–৫, ৬–৭, ৭–৬ গেমে। তৃতীয় বাছাই জুয়ান মার্টিন ডেল পোত্রোও শেষ চারে উঠেছেন। তৃতীয় বাছাই ডেল পোত্রো ৬–৭, ৬–৩, ৭–৬, ৬–২ ফলে হারান জন ইসনারকে।
এদিকে পুরুষদের ডাবলসে ছিটকে গেছেন রোহন বোপান্না–রজার ভেসেলিন জুটি। কোয়ার্টার ফাইনালে পঞ্চম বাছাই কলম্বিয়ার জুয়ান সেবাস্টিয়ান কাবাল–রবার্ট ফারাহ জুটি ৬–৩, ৬–৪ ফলে হারিয়েছেন বোপান্না–ভেসেলিন জুটিকে।