টি ভি অনুপমা। সত্যিই অনুপমা কেরলের এই মহিলা আমলা। রাজ্যের বানভাসি মানুষের ঠিকানা এখন ত্রাণশিবির। প্রতিদিন যাচ্ছে ত্রাণসামগ্রী। দু’দিন আগে ত্রিশূরে ত্রাণের এক টন চাল আর অন্যান্য জিনিস পৌঁছয়। জায়গা নেই। ত্রাণসামগ্রী কোথায় রাখা হবে, তা নিয়ে সমস্যা দেখা দেয়। ঠিক হয়, শহরের বার কাউন্সিলের হলঘরে ত্রাণের জিনিস রাখা হবে। কিন্তু আইনজীবীরা গোঁ ধরে থাকেন, জায়গা ছাড়বেন না। সচরাচর বার কাউন্সিলকে ঘাঁটাতে চায় না প্রশাসন। কিন্তু ভারপ্রাপ্ত জেলা কালেক্টর টি ভি অনুপমার কাছে এ সময় ত্রাণের কাজটাই বড় কর্তব্য। তড়িঘড়ি বার কাউন্সিলের নামে এনডিআরএফ আইন ২০০৫–এর ৩৪–এইচ/জে/এম ধারায় নোটিস জারি করেন অনুপমা। তার পর বার কাউন্সিলের হলঘরের দরজার তালা ভেঙে সেখানে ত্রাণসামগ্রী রাখার বন্দোবস্ত করেন। এবং তালা ঝুলিয়ে দেন ঘরে। তাঁর কাণ্ডকারখানা দেখে হকচকিয়ে যান সেখানে উপস্থিত আইনজীবীরা। এমন একটা আইন যে রয়েছে, সেটাই তাঁদের জানা ছিল না। অনুপমার তৎপরতার খবর এখন লোকের মুখে মুখে।
