বিশ্ব টেবিল টেনিসে যেমন চিনের একচেটিয়া রাজ চলে, দক্ষিণ কোরিয়া যেমন তিরন্দাজি বিশ্বের সেরা, বাস্কেটবলে যেমন আমেরিকাকে হারানো প্রায় অসম্ভব, তাদের থেকেও বেশি ভাল রেকর্ড ছিল ভারতীয় পুরুষ কবাডি দলের। ১৯৯০-তে এশিয়ান গেমসে অর্ন্তভুক্ত হয় ভারতীয় কবাডি ৷ তারপর থেকে লাগাতার সোনা জয় ৷ কিন্তু ছন্দপতন হল এই বছর ৷ এশিয়ান গেমসে এই প্রথম সোনা হাতছাড়া হল পুরুষ কবাডি দলের ৷ সাতবারের চ্যাম্পিয়ানদের হারাল ইরান ৷ ২৭-১৮র গেমে ভারতকে হারিয়ে কোরিয়ার মুখোমুখি হবে ইরান ৷ উল্লেখযোগ্য এরআগের গেমে কোরিয়ার কাছেই ২৪-২৩ হারতে হয়েছিল ভারতীয় কবাডি দলকে ৷ তবে সেমিফাইনালে হারায় ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ কবাডি দল। হারের পরই কারণ অনুসন্ধানে নেমে পড়েছে কর্তৃপক্ষ ৷
কোরিয়ার কাছে খুবই কম স্কোরে হারার পরও কেন সতর্ক হল না ভারতীয় দল, তা নিয়ে উঠেছে প্রশ্ন ৷ ইরানের ডিফেন্স মুগ্ধ করলেও, ভারতীদের চেনা ছন্দ ধরা পড়েনি, মানছেন বিশেষজ্ঞরা ৷ ইন্ডিয়ান কবাডি লিগের ফলে বাণিজ্যিকভাবে অনেকটাই উন্নতি ঘটেছে ভারতীয় কবাডি খেলোয়াড়দের ৷ অজয় ঠাকুর, প্রদীপ নারওয়াল, মনু গোয়াতের মত কবাডি খেলোয়াড়রা বেশ জনপ্রিয় ৷ যেই সময়ে কবাডি জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে, তখনই এই হার নিঃসন্দেহে লজ্জার বলে মনে করছেন অনেকে ৷
তবে চমক দেখিয়েছে মহিলা কবাডি দল ৷ পদক নিশ্চিত করেছেন তারা ৷
মহিলা কবাডির ফাইনালে পৌঁছেছে ভারতীয় দল ৷ চাইনিজ তাইপেকে হারিয় ফাইনালে ভারত ৷ খেলার ফল ছিল ২৭-১৪ ৷ তাই পুরুষের আশা শেষ হলেও, মহিলারা সোনা জয়ের আশা জিইয়ে রাখলেন ৷