৮৬ বছরের ইতিহাসে হকিতে বৃহত্তম জয় পেল ভারত। হংকং-কে ২৬-০ গোলে হারিয়ে দিল তারা।
১৯৩২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৪-১ গোলে জয় পেয়েছিল ভারত। সেই রেকর্ড ভেঙে গেল ভারতীয় দলের বুধবারের এই তাণ্ডবে। এ দিন শুরু থেকেই দাপট ছিল ভারতীয় দলের। ৬০ মিনিটের খেলায় ৬০ বার গোলে শট নিয়েছিল ভারত। এর মধ্যে ২৬ বারই গোলের ভেতরে বল ঢুকে যায়।
হংকং-এর বিরুদ্ধে প্রথমার্ধে ১৪-০ তে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয় রাউন্ডে আরও ১২টা গোল হয়। ভারতের হয়ে গোলগুলি করেন আকাশদীপ সিং (তিনটে), মনপ্রীত সিং (দুটো), রূপিন্দর পাল সিংহ (চারটে), ললিত উপাধ্যায় (চারটে), হরমনপ্রীত সিংহ (চারটে), বরুণ কুমার (দুটো), এসভি সুনীল (দুটো) দিপ্রীত সিংহ, সিমরানজিৎ সিংহ, মনদীপ সিংহ, চিংলেনসানা কাংগুজাম, এবং অমিত রুইদাস একটা করে।
ভারতের পরের ম্যাচ শুক্রবার জাপানের বিরুদ্ধে।