ইংল্যান্ডের মাঠে নতুন নজির গড়লেন বিরাট কোহলি। এজবাস্টনের পর নটিংহামেও অসাধারণ ব্যাটিং করেছেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে সেঞ্চুরি ফসকানোর শোধ দ্বিতীয় ইনিংসে সুদে আসলে তুলে নিলেন অধিনায়ক বিরাট কোহলি। সেঞ্চুরি তো করলেনই সেই সঙ্গে গড়লেন নতুন নজির। বিদেশের মাটিতে ভারতীয় টেস্ট ক্যাপ্টেনদের মধ্যে সর্বাধিক রান হাঁকানোর মাইলস্টোন গড়ে ফেললেন বিরাট৷
এতদিন ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাঠে ২৮ টেস্ট খেলে সর্বাধিক ১৬৯৩ রানের মালিক ছিলেন সৌরভ গাঙ্গুলী। মাত্র ১৯টি টেস্ট খেলে সৌরভের সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি।
নটিংহামে প্রথম ইনিংসে ৯৭ রান করার মধ্য দিয়ে বিদেশের মাঠে ১৯ টেস্ট খেলে বিরাট কোহলির সংগ্রহ ১৭৩১ রান।
একনজরে বিদেশের মাটিতে ভারতীয় অধিনায়কদের রান
১) বিরাট কোহলি- ১৯ টেস্টে, ১৭৩১রান
২) সৌরভ গঙ্গোপাধ্যায়- ২৮ টেস্টে, ১৬৯৩ রান
৩) মহেন্দ্র সিং ধোনি- ৩০ টেস্টে, ১৫৯১ রান
৪) মহম্মদ আজহারউদ্দিন- ২৭টেস্ট, ১৫১৭ রান
৫) রাহুল দ্রাবিড়- ১৭টেস্ট, ১২১৯ রান
অধিনায়ক হিসেবে রেকর্ড গড়ার পাশাপাশি ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ফর্ম্যাটে হাজার রানের গণ্ডি পাড় করেছেন বিরাট৷ এজবাস্টন টেস্টে ১৩ তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে হাজার রানের গণ্ডি টপকেছেন কোহলি৷ ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে পাঁচ দিনের ক্রিকেটে সর্বাধিক রান করেছেন শচীন তেণ্ডুলকর৷ ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ফর্ম্যাটে সাতটি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরি সহ ২৫৩৫ রান হাঁকিয়েছেন মাস্টার ব্লাস্টার৷