সোমবার ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যাক্তিগত ইভেন্টে রুপো জিতলেন দীপক কুমার৷
রবিবার এশিয়ান গেমসে ভারতকে প্রথম পদক এনে দেন অপূর্বী চাণ্ডেলা এবং রবি কুমার। ১০ মিটার এয়ার রাইফেলে মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন তাঁরা। সোমবারও দ্বিতীয় দিনে ভারতের পদক এল আবার শুটিংয়েই। এদিন ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছিলেন দুই ভারতীয় শুটার- দীপক কুমার ও রবি কুমার। আটজন শ্যুটারকে নিয়ে হওয়া ফাইনালে সোনা জেতেন চিনের ইয়ং হারন ইয়ান্ড। তাঁর পয়েন্ট ২৫০.৯। রুপো জয়ী ভারতীয় শুটার দীপকের স্কোর ২৪৭.৭। একটুর জন্য ব্রোঞ্জ হাতছাড়া হল রবি কুমারের। চার নম্বরে শেষ করেন তিনি।
দীপক কুমারের পর লক্ষ্য শেরন।
১৯ বছরের লক্ষ্য এশিয়ান গেমসে ভারতকে এনে দিলেন আরও একটি রুপোর পদক। পুরুষদের ট্র্যাপ ইভেন্টের ফাইনালে জেএসসি শুটিং রেঞ্জে লক্ষ্য মোট পয়েন্ট করলেন ৩৯। আর তাতেই তাঁর দখলে চলে এল রুপো। একই ইভেন্টে ২৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে শেষে করলেন আর এক ভারতীয় মানবজিৎ সিংহ সান্ধু।লক্ষ্যর ইভেন্টে সোনা জিতলেন তাইপের কুনপি ইয়ং। তিনি ছুলেন গেমস রেকর্ড ৪৮ পয়েন্টের লক্ষ্য। ৩০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেলেন কোরিয়ার দেমিয়ং আন। ভারতের লক্ষ্যর শুরু ২০১৪ এশিয়ান গেমস দিয়েই। আর এ বার এল পদক।