শুরু হলো অষ্টাদশ এশিয়ান গেমস ২০১৮, যা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারতের প্রথম স্বর্ণপদক জিতে নিলেন কুস্তিগীর বজরং পুনিয়া, জাপানের দাইচি তাকাতানিকে পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে ১১-৮ হারিয়ে। এর আগে ভারতীয় কুস্তির অন্যতম তারকা সুশীল কুমারের তড়িঘড়ি বিদায় ভারতের শিবিরে শোকের ছায়া নামিয়ে আনে।
এর আগে রবিবার সকালে ব্রোঞ্জ পদক দিয়ে এশিয়ান গেমসে খাতা খোলে ভারত। অষ্টাদশ এশিয়াডে এটাই ভারতের প্রথম পদক প্রাপ্তি। সৌজন্যে অপূর্বী চাণ্ডেলা ও রবি কুমার। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে এই পদক আসে ভারতের। দেশের জুটি ৪২৯.৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে। একে শেষ করে চিনা তাইপেই। তাদের প্রাপ্ত পয়েন্ট ৪৯৪.১, যা উপমহাদেশের মধ্যে রেকর্ড। দু’নম্বরে থাকা চায়না পায় ৪৯২.৫।
এই পারফরম্যান্সে খুশি অপূর্বী। অপূর্বী বলেন, “এখন পর্যন্ত আমার আর রবির সেরা পারফরম্যান্স ছিল বিশ্বকাপে। আমরা চারে শেষ করেছিলাম। এটাই আমার প্রথম এশিয়ান গেমসের পদক। ভাল লাগছে দেশেরও এটা প্রথম পদক। আমি খুশি। কিন্তু এখন আমার লক্ষ্য মেইন ইভেন্টে।” এদিকে এই পদক জয়ের কৃতিত্ব অপূর্বীকেই দিলের রবি।