লুকা মদ্রিচ রিয়াল ছাড়ছেন। এমন গুঞ্জন পুরনো। ক্ষণে ক্ষণে সেই গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে। ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব ইন্টার মিলান ক্রোয়েশিয়ার অধিনায়ককে দলে ভেড়াতে প্রস্তুত। কিন্তু রিয়াল মাদ্রিদের কোচ লোপতেগুই জানিয়েছেন মদ্রিচ কোথাও যাচ্ছে না।
লোপতেগুই বলেন, ‘ক্লাব সভাপতি ইতিমধ্যে মদ্রিচের ব্যাপারে একটি জবাব দিয়েছেন। সেটার সঙ্গে যুক্ত করার মতো আর কিছু আমার কাছে নেই। মদ্রিচ অসাধারণ একজন খেলোয়াড়। অসাধারণ একটি বিশ্বকাপ শেষ করার পর আমি তার সঙ্গে কথা বলেছি। আশা করছি ১৫ আগস্ট ইউরোপিয়ান সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তাকে মাঠে পাব।’
তিনি আরো বলেন, ‘আমি তাকে বলেছি যে সে এমনই একজন খেলোয়াড় যার জন্য আমি খুবই উচ্ছ্বসিত। আমি তাকে পছন্দ করি এবং সে এটা জানে। রিয়াল মাদ্রিদ তাকে যে প্রস্তাব দিয়েছে আশা করি সেটাতে সে খুশি হবে। সে রিয়ালের হয়ে খেলতে ভালোবাসে। মদ্রিচ একজন মাদ্রিদের খেলোয়াড় এবং সে মাদ্রিদেই থাকবে। সে কোথাও যাচ্ছে না। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’