রাজ্যজুড়ে কালাদিবস পালন হচ্ছে। অসমের NRC-র দ্বিতীয় ও চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৪০ লাখ মানুষের নাম। এর প্রতিবাদে সেখানে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ৮ সদস্যের একটি প্রতিনিধি দল শিলচর বিমানবন্দরে পৌঁছনো মাত্রই তাদের হেনস্থার অভিযোগ ওঠে অসম পুলিশের বিরুদ্ধে। ফলে বাধ্য হয়ে ফের রাজ্যে ফিরে আসতে হয় তাদের। শিলচর বিমানবন্দরে দলের সাংসদ, বিধায়ক ও এক মন্ত্রীকে পুলিসি হেনস্থার প্রতিবাদে শনিবার ও আজ গোটা রাজ্য জুড়ে কালা দিবস পালন তৃণমূল। শুক্রবার তৃণমূল ভবনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। স্লোগান দেওয়া হবে, ‘দানবিক সরকার আর নেই দরকার।’
