যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা নিয়ে বিতর্কে উত্তাল হয়েছিল ক্যাম্পাস। এবার সেই পরীক্ষার ফল প্রকাশের মেধা তালিকা নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। যা নিয়ে আবারও সরগরম হতে পারে ক্যাম্পাস, এমনই আশঙ্কা করা হচ্ছে। আর্টস ফ্যাকল্টির যে বিষয়গুলির পরীক্ষা হয়েছিল, তার মেধা তালিকা শুক্রবার রাতে ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাংশের অভিযোগ, সেই তালিকায় শুধুমাত্র ডিন আর্টসের সই রয়েছে। রেজিস্ট্রারের সই নেই। অথচ, এই পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব যুগ্মভাবে রেজিস্ট্রার ও ডিন আর্টসকে দেওয়া হয়েছিল। তাহলে কেন একজনের সই থাকবে, তা নিয়েই প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, আরও একটি বিষয় নিয়ে সরব হয়েছেন অনেকে। তা হল, এবার প্রবেশিকা পরীক্ষার ৫০ শতাংশ নম্বর এবং উচ্চ মাধ্যামিক বা তার সমতুল্য পরীক্ষার নম্বরের ৫০ শতাংশ নম্বর মিলিয়ে ‘স্কোর’ দেওয়া হবে। মেধা তালিকায় সেই স্কোর দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু কোন ছাত্র লিখিত পরীক্ষায় কত করে পেল, তা অবশ্য উল্লেখ করেনি কর্তৃপক্ষ। আর এ নিয়েই অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন কেউ কেউ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিষয়টি নিয়ে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন ইংরেজি বিভাগের এক অধ্যাপক। এই প্রক্রিয়া নিয়ে ডিন আর্টস শুভাশিস বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, আমাদের মেধা তালিকায় কোনও সমস্যা নেই। ঠিকই আছে। আসলে আগে কখনও এভাবে নম্বরে ভেঙে দেওয়ার চল ছিল না। তাই এবারও তা দেওয়া হয়নি। কর্তৃপক্ষ নির্দেশ দিলে আমরা তা করতে পারি।