দেশজুড়ে ভয়ের পরিবেশ। শঙ্কিত দেশের সংখ্যালঘুরা। তাদের উপর অত্যাচার চলছে বলে দাবি মুসলিমদের। এবার সেই আতঙ্কের কথাই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি লিখে জানালেন দিল্লির জামা মসজিতের প্রধান ইমাম ভুখারি। এই পরিবেশে কংগ্রেসের পদক্ষেপ সমন্ধেও জানতে চেয়েছেন তিনি।
চিঠিতে বুখারি লেখেন, “গোটা দেশে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে, গত সাত দশকে মুসলিমদের যে জায়গা ছিল এ দেশে, বর্তমানে তা আর নেই। ৬৪ জন নিরীহ মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের ওপর যখন বর্তমান সরকার এভাবে অত্যাচার করছে, আপনার দল কোথায়?”
এখানেই থেমে না থেকে রহুলের উদ্দশ্যে কিছুটা সুর চড়িয়ে জামা মসজিদের ইমাম লেখেন, “এই অত্যাচারের মাঝে ? কোনও প্রতিবাদই দেখা যায়নি কংগ্রেসের পক্ষ থেকে।” মুসলমানরা এখন ফেজ টুপি পরতে, দাড়ি রাখতে ভয় পাচ্ছে বলে জানান তিনি।
বিরোধী হিসাবে কংগ্রেসের ভূমিকায় বুখারি হতাশ বলেও শতাব্দী প্রাচীন দলের সভাপতিকে জানান ইমাম। বিরোধী দলের কর্তব্যও রাহুলের দলকে স্মরণ করিয়ে দেন দিল্লির জামা মসজিদের প্রধান ইমাম।
দেশজুড়ে মোদী সরকার বিভাজনের রাজনীতি করছে বলে অভিযোগ বিরোধীদের। ১৯শের নির্বাচন যত এগিয়ে আসছে উন্নয়নের কথা ভুলে ধর্মীয় মেরুকরণের কৌশলেই বাজিমাত করতে তৎপর গেরুয়া শিবির। এর প্রতিবাদ করেই রাহুল বলেছিলেন কংগ্রেস ‘মুসলিমদের দল’। কংগ্রেস সভাপতির সেই দাবির পরিপ্রেক্ষিতেই বুখারির এই চিঠি বলে মনে করা হচ্ছে। এখন রাহুল গান্ধির জবাবের অপেক্ষা।
কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী প্রায়ই দাবি করেন, মোদী জমানায় সংখ্যালঘুরা সবচেয়ে বেশি সুরক্ষিত। পরিসংখ্যান দিয়ে বোঝান মুসলমানদের উন্নয়ন নজরকাড়া। কিন্তু জামা মসজিদের এই চিঠিতেই স্পষ্ট দেশের সামগ্রিক পরিবেশে আতঙ্কে রয়েছেন মুসলমানরা।