‘বিজেপি–কে অক্সিজেন দিচ্ছেন অধীর চৌধুরি। আমরা ওই অক্সিজেন সিলিন্ডারের পাইপ কেটে দেব।’ কংগ্রেস ও গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি তৃণমূল নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর।
মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধিরীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “বিজেপি–র সঙ্গে অধীরবাবুর ‘লাইন আপ’ অনেকদিনের। যোগী আদিত্যনাথ এক সময় সাংসদ ছিলেন। অধীরের সঙ্গে যোগাযোগ তখন থেকে। আর আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরপ্রদেশ গিয়ে একসঙ্গে খাওয়া, বৈঠক সব করেছেন।”
জেলার দুটি লোকসভা কেন্দ্র জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ১৯শের ভোটে তৃণমূল ভাল ভোটে জিতবে। অধীরকে শুভেন্দুর চ্যালেঞ্জ, “ক্ষমতা থাকলে জিতে দেখান।” বিজেপিকে নিশানা করে শুভেন্দু বলেন, বিজেপি, “মুর্শিদাবাদ জেলা সভাপতির বিরুদ্ধে গ্যাস–জালিয়াতির অভিযোগ উঠেছে। উত্তরবঙ্গে শিশুপাচারে জড়িত বিজেপি–র নেত্রী। এই তো বিজেপির কার্যকলাপ!”
সিপিএম থেকে তৃণমূলে আসা মইনুল হাসানও হাজির ছিলেন ওই সভায়। তিনি বলেন, ‘আমি আগে একটা রাজনৈতিক দল করতাম। সব ছেড়ে এসেছি। ওসব এখন পিছনে। পিছনে তাকাতেও চাই না। আজ বড় বিপদ বিজেপি। তাকে ঠেকাতে জোট বাঁধতে হবে। আর এই জোটের নেত্রী মমতা ব্যানার্জি। মমতা ছাড়া আর কেউ নেই, যিনি বিজেপি–কে হঠাতে পারেন। মোদি কৃষক বন্ধু নয়, কৃষকদের শত্রু।’