বন্ধুত্বের সম্পর্ক এখন অতীত। তাই খুল্লামখুল্লাভাবেই বিজেপির সমালোচানায় মুখর শিবসেনা। হিন্দুত্ব নিয়ে সরাসরি বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে শরিক শিবসেনা।
দলের মুখপত্র সামনা’য় এক সাক্ষাতকারে শিবসেনা প্রধান উদ্ধাব ঠাকরে বিজেপির বিরুদ্ধে কটাক্ষের সুরে বলেছেন, ‘গত ৪ বছর ধরে দেশে যে হিন্দুত্ব চালানোর চেষ্টা হচ্ছে তা মানি না। আমাদের হিন্দুত্বের ধারনার সঙ্গে তা একেবারেই মেলে না। দেশে মেয়েদের সুরক্ষা নেই আর তোমরা গরু বাঁচানোর জন্য লড়াই করছ। কে কি খাবে তার জন্য কাউকে তুমি টার্গেট করতে পার না।’ দেশে নারী নিরাপত্তার থেকে গরু বেশি সুরক্ষিত বলে বলেও উদ্বেগ প্রকাশ করেন শিবসেনা প্রধান।
উল্লেখ্য, রবিবার বিজেপি সভাপতি অমিত শাহ কর্মীসভায় সাফ জানিয়ে দেন, ২০১৯ এর লোকসভা নির্বাচনে শিবসেনার সঙ্গে কোনও জোট করবে না বিজেপি। ওই ঘোষণার পরই সোমবার উদ্ধব ঠাকরের ওই সাক্ষাতকার প্রকাশিত হয়। বিজেপির স্বপ্নপূরণের জন্য শিবসেনা কাজ করবে না বলেও তোপ দাগেন বালাসাহেব ঠাকরে পুত্র।
রাজ্যে ও কেন্দ্রে এনডিএর জোটসঙ্গী শিবসেনা। কিন্তু শুক্রবারই শিবসেনা তার ১৮ জন সাংসদকে নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট বয়কটের ।
আর পেছনে নয়, খোলাখুলিই বিজেপির বিরোধিতায় সোচ্চার শিবসেনা। বিচ্ছেদের দিন গুনছে বিজোপি-শিবসেনা দুই শিবিরই।