মঙ্গলবার পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৬ ও ১৭ই জুলাই রাজ্যে থাকবেন পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধি দল। নবান্ন সূত্রে খবর, রাজ্যের আর্থিক অবস্থা খতিয়ে দেখবেন তাঁরা। দলকে রাজ্য সরকারের তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হবে অর্থ কমিশনের প্রতিনিধি দলকে। এই রিপোর্ট থেকেই প্রতিনিধি দল রাজ্যের আর্থিক অবস্থার হিসাব পেতে পারে।
অর্থ কমিশনের প্রতিনিধি দলকে স্বাগত জানানোর আগেই নবান্নের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের সাফল্যের খতিয়ান প্রকাশ করা হয়। সেই খতিয়ানে উল্লেখ, বিগত সরকারের ব্যাপক ঋণ, দেনার সুদ মিটিয়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে রাজ্যজুড়ে। জনঘনত্ব বেশি থাকা সত্ত্বেও সামাজিক ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে। রাজ্যে প্রথম মুক্ত অঞ্চলে শৌচকর্মমুক্ত জেলা নদিয়া। যা কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিতেও দেশে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে বাংলা। ২০১০ সালে সরকারি হাসপাতালে যেখানে সফল প্রসবের হার ছিল ৬৫ শতাংশ, সেখানে ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ৯৬ শতাংশ। সর্বশিক্ষা ও মেধাবী পড়ুয়াদের বৃত্তি দানের দিক থেকেও এগিয়ে পশ্চিমবঙ্গ। কৃষি ক্ষেত্রে সাফল্যে নজির হিসাবে ৫ বার কৃষি কর্মন পুরস্কার এসেছে রাজ্যের ঝুলিতে। সহজভাবে শিল্প ও ব্যবসার স্থান হিসাবেও রাজ্যের স্থান দেশে প্রথম দিকে।
সূত্রের খবর, অর্থ কমিশনের প্রতিনিধিদের কাছে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হবে নবান্ন। কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ কমানো, সঠিক সময় তা না পাওয়ার বিষয়গুলি তুলে ধরা হবে।
জানা গিয়েছে মঙ্গলবার নবান্নে কমিশনের চেয়ারম্যান এনকে সিং-এর সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রীর। তার আগে প্রতিনিধি দলের সদস্যরা যাবেন নিউটাউনে। ঘুরে দেখবেন আইটি পার্ক। যাবেন মধ্যগ্রাম পুরসভা ও কেমিয়া খামড়াপাড়া গ্রাম পঞ্চায়েত। তারা কথা বলবেন স্থানীয় প্রশাসনের কর্তাদের সঙ্গে। বুঝে নেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন বিষয়।
রাজ্যের তরফে অর্থ কমিশনের প্রতিনিধিদের কাছে, একদিকে কোষাগার প্রায় শূন্য সত্ত্বেও রাজ্যের উন্নয়নের ছবি যেমন তুলে ধরা হবে তেমনই স্পষ্ট করা হবে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টিও।