‘আসন্ন লোকসভায় দেশজুড়ে একশো আসনও পাবে না বিজেপি। যে নৌকায় চেপে বিজেপি বাংলা দখল করবে বলে মনে করছে, বিজেপি-র সেই নৌকা ফুটো হয়ে যাবে।” ২১শে জুলাই জুলাইয়ের প্রস্তুতির জনসভা থেকে জনসভা থেকে এভাবেই বিজেপি-কে আক্রমণ করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। দিল্লি সরকারকে বার্তা দিয়ে তিনি এদিন দাবি তুলে দিলেন এবার দিল্লিতে বাঙালি প্রধানমন্ত্রী চাই। তিনি বলেন, “আগামী লোকসভা নির্বাচনে দিদির নেতৃত্বে ফেডেরাল ফ্রন্টই দিল্লিতে সরকার গঠন করবে।”
একই সঙ্গে সেই সভাতে রাজ্যের প্রাক্তন শাসক দলের বিরুদ্ধেও সরব হন শুভেন্দু অধিকারী তিনি বলেন, “সিপিএম আগেই রাজ্যে সাইনবোর্ডে পরিণত হয়েছে। যত দিন যাচ্ছে ততই কমছে কংগ্রেস। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই ৪২টি লোকসভা আসন দখল করবে।”
শুভেন্দুবাবুর প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, “প্রথমে প্রধানমন্ত্রী জনধন যোজনা করে জ়িরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলাল। পরে নোটবাতিল করে ৫০০ ও হাজার টাকার নোটগুলি ব্যাঙ্কে জমা করাল। তারপর আমার, আপনার টাকা, পিএনবি-র টাকা নীরব মোদি লুট করে লন্ডনে চলে গেল। ললিত মোদিও লন্ডনে চলে গেছে। বিজেপি তাদের কেশাগ্র স্পর্শ করতে পারছে না।”
লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক বিরোধী শিবিরের একে অপরকে কটাক্ষের তীব্রতার পারদ।