‘রাজ্যে জমি মাফিয়াদের ঘুঘুর বাসা ভাঙতে হবে’। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে পুলিশ ও জনপ্রতিনিধিদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বালি এবং কয়লার পর এবার রাজ্যে জমির কারবার নিয়ে খড়গহস্ত হলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কিছু জমি মাফিয়া চক্র রয়েছে। এরা সরকারি, বেসরকারি জমি দখল করে বিক্রি করে দিচ্ছে। বিক্রির টাকা সরকার পায় না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে’।
মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি দার্জিলিং ও জলপাইগুড়ি থেকে দুটি সরকারি জমি বিক্রি সংক্রান্ত অভিযোগ সরকারের কাছে জমা পড়েছে। দার্জিলিং-এ সরকারি জমি বিক্রি সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক। তার বিরুদ্ধে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে জমি পাইয়ে দেওযার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষ প্রমানিত হলে কড়া শাস্তি হবে।
প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এই দিন দলের কর্মীদেরও সজাগ করে দেন তৃণমূল সুপ্রিমো। বেআইনি পথে রোজগার করলে রেয়াত করা হবে না, ঠাঁই হবে না দলেও। আবারও স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কোনও অভিযোগ এলে যে প্রশাসন তার যথাযথ তদন্ত করে এই ঘটনা আবারও তা প্রমাণ করল।