রাশিয়া বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ৬ জুলাই, শুক্রবার। এদিন উরুগুয়ে মুখোমুখি হবে ফ্রান্সের বিপক্ষে। কিন্তু তার আগেই যেন ইনজুরির ভূত ভর করেছে উরুগুয়ে শিবিরে। পর্তুগালের বিপক্ষে খেলতে নেমে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে দ্বিতীয়ার্ধেই মাঠ ছাড়েন এডিনসন কাভানি। অন্যদিকে অনুশীলনের সময় আরেক উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজও পড়েছেন ইনজুরিতে।
শেষ ষোলর লড়াইয়ে পর্তুগালের বিপক্ষে জয়ের কান্ডারি কাভানি। ২-১ ব্যবধানে জয়ের দিনে উরুগুয়ের হয়ে দুটি গোলই করেন এই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা। তবে দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়েন এই স্ট্রাইকার। ফলে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে হয় তাকে।
ইনজুরির কারণে দলের অনুশীলনেও থাকতে পারেননি কাভানি। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে হলে কাভানিকে পরাজিত করতে হবে মেডিক্যাল সায়েন্সকে। এমনটাই মনে করেন ফান্সের ডিফেনসিভ মিডফিল্ডার আদিল রামি।
কাভানির ইনজুরি নিয়ে দুশ্চিন্তার ভাজ ছিল উরুগুয়ে শিবিরে। সেই ধাক্কা সামলে ঠিক মতো সামলে উঠার আগেই আরেক তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজও পড়েছেন ইনজুরিতে। দলের সঙ্গে অনুশীলন করার সময় ডান পায়ে ব্যাথা অনুভব করেন, ফলে বাকি সময় আর অনুশীলন করতে পারেনি এই বার্সেলোনা তারকা।’