১৯৫৮ সালের বিশ্বকাপের ফাইনালে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ১৭ বছর বয়সী পেলে। এরপর প্রথম টিনএজার হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের কোনো ম্যাচে একাধিক গোল করলেন ১৯ বছর বয়সী এমবাপে।
শনিবার কাজান অ্যারেনায় এই ফরোয়ার্ডের নৈপুণ্যে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে চলতি আসরের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স। নিজনি নভগোরোদে ১৯৯৮ সালের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ উরুগুয়ে।
বছর দুয়েক হলো চ্যাম্পিয়ন লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ানে আলো ছড়াচ্ছেন মোনাকো ও পিএসজির হয়ে। তবে বিশ্ব মঞ্চে এমবাপে নিজের সামর্থ্যের জানান দিলেন শেষ ষোলোর এই ম্যাচে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমবাপেকে নিয়ে মুগ্ধতার কথা জানান পেলে। নিজের টুইটারে তিন বারের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার লিখেন, “অভিনন্দন, এমবাপে।”
“শুধু ব্রাজিলের বিপক্ষে বাদে তোমার অন্য ম্যাচগুলোর জন্য শুভ কামনা রইল।”