এ রাজ্যে চালু হয়েছে ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’ প্রকল্প। দুর্ঘটনা রুখতে বাইক আরোহীদের সতর্ক করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও ঘটছে দুর্ঘটনা। অনেক ক্ষেত্রে দোষ চালকদেরও। কানে ফোন আর স্টিয়ারিংয়ে হাত, এ দৃশ্য শহরে বিরল নয়। তা যে কোন মারাত্মক দুর্ঘটনা ডেকে আনতে পারে। এ ধরনের ঘটনা রুখতে নয়া পদক্ষেপ কলকাতা পুলিশের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কলকাতা পুলিশ জানিয়েছে, কানে ফোন নিয়ে কোনও চালককে গাড়ি চালাতে দেখলেই যেন পুলিশকে জানানো হয়। যদি সম্ভব হয় তবে ছবি তুলে হোয়্যাটসঅ্যাপ করতে পারবেন সাধারণ মানুষ। আর যদি ছবি তোলা সম্ভব না হয়, তাহলে গাড়ির নম্বর ও স্থানের উল্লেখ করলেই পুলিশ ব্যবস্থা নেবে। এখানেই শেষ নয়, যাঁরা পুলিশকে এই কাজে সহায়তা করতে পারবেন, তাঁদের মধ্যে অনেকের জন্য থাকবে পুরস্কারও। এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,
“হাতে স্টিয়ারিং, কানে ফোন? জানান আমাদের
গাড়ি চালাতে চালাতে ফোন মানে জেনেশুনে বিপদ ডেকে আনা, জানেন সবাই। তবু এক হাতে ফোন আর অন্য হাতে স্টিয়ারিং , এ দৃশ্য চোখে পড়ে শহরের রাস্তায়।
কলকাতা ট্র্যাফিক পুলিশ যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে এই প্রবণতা বন্ধ করার। চলছে সচেতনতার প্রচার, আইন যাঁরা ভাঙছেন নিজের এবং আরও অনেকের প্রাণের ঝুঁকির বিনিময়ে, ব্যবস্থা নেওয়া হচ্ছে তাঁদের বিরুদ্ধে।
“সেফ ড্রাইভ সেভ লাইফ” অভিযানকে সফল করতে আপনাদের সহযোগিতাও প্রার্থনা করি। যখনই চোখে পড়বে কানে ফোন নিয়ে কোন চালককে, ছবি তোলা সম্ভব হলে সেই ছবি পাঠান কলকাতা ট্র্যাফিক পুলিশের Whatsapp নম্বর 9903588888-এ বা আমাদের “Bondhu” app-এ (সহজেই ডাউনলোড করতে পারেন Google Play Store থেকে)।সঙ্গে জানান গাড়ির নম্বর, ঘটনাস্থল আর দিনক্ষণ। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যাঁরা পাঠাবেন ছবিসহ তথ্য, লটারিতে তাঁদের মধ্যে অনেকের জন্য থাকবে পুরস্কার।
অমূল্য প্রাণ যাতে না যায়, অনুরোধ, সাহায্য করুন।”