বাসের রেষারেষি বন্ধ করতে নতুন প্রস্তাব দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবহণমন্ত্রীর বাস্তবোচিত প্রস্তাবে বাস মালিকরা ইতিবাচক সাড়াও দিয়েছেন। পরিবহনমন্ত্রীর প্রস্তাব, বেসরকারি বাসগুলিতে কমিশন প্রথা তুলে দেওয়া হোক। পরিবর্তে তাদের মাসিক বেতন দেওয়া হোক।
বাস মালিকদের একটি সূত্র জানাচ্ছে পরিবহনমন্ত্রীর প্রস্তাব মেনে নিয়েছে সংগঠনগুলি। তবে প্রত্যেক দিনের বাস দুর্ঘটনার খবর এড়াতে প্রস্তাবটি যতদ্রুত কার্যকরী হবে ততই আমজনতা চিন্তামুক্ত হবেন। এই মুহূর্তে রাজ্যে বেসরকারি বাসগুলিতে যে কমিশন প্রথা রয়েছে তাহল সারাদিনের আদায় করা ভাড়ার 7% পায় কনডাক্টর, আর 12% পান চালকরা। এই টাকা বেশি মাত্রায় পেতেই অতিরিক্ত যাত্রী তোলা এবং রেষারেষি। বাম আমলে এই নিয়ে কমিটি হয়েছিল। কিন্তু সেই কমিটির রিপোর্ট জমা পড়েনি বলেই খবর।