ইংল্যান্ড ও বেলজিয়াম, দুই দলই শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে আগেই। দুই দলেরই সমান ৬ পয়েন্ট করে সংগ্রহ। তাই এদিনের লড়াইটি গ্রুপ পর্বে শ্রেষ্ঠত্বের। আর এ লড়াইয়ে জিতেছে বেলজিয়াম। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েই তারা শুধু গ্রুপ চ্যাম্পিয়নই হয়নি, আরো ভালো কিছু করার সামর্থ্য যে তাদের আছে সেটাও জানিয়ে দিয়েছে।
আসরে বেলজিয়াম টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আর দুই জয় এবং এক হারে ইংল্যান্ড হয়েছে গ্রুপ রানার্সআপ।
বেলজিয়ামের শুরুটা হয়েছে দারুণ জয়ে, পানামার বিপক্ষে। সে ম্যাচে তারা ৩-০ গোলে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে আরো উজ্জ্বল, তিউনিসিয়ার জালে গোল উৎসব করেছে ৫-২ গোলে জিতে।
জয়ের ধারাবাহিকতা রেখেছে বেলজিয়াম কালিনিনগ্রাদেও। এদিনের এক গোলের জয়ের নায়ক আদনান যানুযাই। ম্যাচের ৫১ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। বক্সে ঢুকে চমৎকার শটে বল জালে জড়ান এই তরুণ ফরোয়ার্ড।
পরে অবশ্য ব্যবধান বাড়ানোর মতো বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল তারা, যদিও তা কাজে লাগাতে পারেনি। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।