বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা মানেই গ্যালারিতে দেখা যাবে ফুটবল ঈশ্বর দিয়াগো মারাদোনাকে। ভিআইপি গ্যালারিতে বসে নানারকম অঙ্গভঙ্গি করে যান তিনি। গ্রুপের শেষে ম্যাচে নাইজেরিয়াকে ২-১ হারিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেছে আর্জেন্টিনা। এই ম্যাচেই বিভিন্ন অঙ্গভঙ্গি করে সমালোচনার কবলে পড়লেন মারাদোনা। এই বিতর্কিত ছবি সোশ্যাল মিডিয়াতে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে।
নাইজেরিয়ার সঙ্গে ম্যাচটিতে প্রথমার্ধের ১৪ মিনিটে গোলের মুখ দেখেন মেসি। তখনও টিভি ক্যামেরাতে দেখা যায় আকাশের দিকে তাকিয়ে এক বিচিত্র অঙ্গভঙ্গি করছেল ফুটবলের রাজপুত্র। এর মাঝে তিনি অসুস্থও অনুভব করেন। ম্যাচের শেষ মুহূর্তে রোহোর গোল আর্জেন্টিনার ম্যাচ পকেটে পোরার সঙ্গে সঙ্গেই গ্যালারি থেকে মিডল ফিঙ্গার দেখান মারাদোনা।
‘ডি’ গ্রুপের আগের দুটি ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স খুবই খারাপ ছিল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করে ভিলেন হয়েছিলেন লিও মেসি। পরের ম্যাচে গোলের মুুখ দেখেননি মেসি সহ পুরো টিম। দ্বিতীয় ম্যাচটিতে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ হারে নীল সাদা জার্সিধারীরা। কিন্তু নাইজেরিয়ার সঙ্গে ম্যাচে মেসিদের গোলের ক্ষুধা ধরা পড়ছিল। বারবার বল নিয়ে বিপক্ষের রক্ষণ ভাঙছিলেন। এই চেষ্টা ও পরিশ্রমের ফলেই শেষমেশ জয় আসে।
কিন্তু ম্যাচ শেষে হঠাৎই মিডল ফিঙ্গার কেন দেখাতে গেলেন মারাদোনা? অনেকেই মনে করছেন আর্জেন্টিনার সমালোচকদের উদ্দেশ্যেই ওই রকম অশালীন অঙ্গুলি প্রদর্শন করেছেন মারাদোনা। বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টাইন কিংবদন্তি বলেছিলেন ‘গ্রুপ পর্বও পেরোবে না এই দল!’ তার ভবিষ্যদ্বাণী প্রায় মিলেই যাচ্ছিল! শেষ মুহূর্তে রক্ষা পেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কারণ যাই হোক না কেন মারাদোনার এই অঙ্গভঙ্গি বিতর্ক এড়াতে পারেনি।