২০১৯ সালের লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই যেন দেশে একজোট হচ্ছে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো। পাশাপাশি কেন্দ্রে বিজেপি সরকারও চাইছে সঙ্ঘবদ্ধ বিরোধীদের এই প্রতিবাদের ঝাঁজ কমাতে। মূলত সেই কারণেই সংসদের আসন্ন বাদল অধিবেশন মাত্র ১৮ দিন ধার্য করা হয়েছে। বাদল অধিবেশনের দিন ঘোষণার পরেই সরকারের এই সিদ্ধান্ত কে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান। তার অভিযোগ যেখানে ২০১০ ও ২০১১ সালে বাদল অধিবেশন হয়েছিল ২৬ দিন সেখানে আসন্ন বাদল অধিবেশন মাত্র ১৮ দিনের। বর্তমান কেন্দ্র সরকার অধিবেশনকে কোনো গুরুত্বই দেয়না।
এবারের বাদল অধিবেশন ১৮ই জুলাই থেকে ১০ই আগস্ট। সোমবার নয়াদিল্লিতে রাজনাথ সিংয়ের নেতৃত্বে সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক ছিল। বৈঠক শেষে বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার। সেই সঙ্গে বিরোধীদের কাছে সবরকম সাহায্য প্রার্থনা করেছেন তিনি।
কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিল পাশের চেষ্টা করবে। তার মধ্যে রয়েছে তিন তালাক বিল,তেমনই রয়েছে জিএসটির বিভিন্ন শর্ত নিয়ে সংশোধনী বিলও।
সংসদের বাদল অধিবেশনের সময়সীমা নাজারবিহীন ভাবে কমিয়ে দিয়ে বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ কেড়ে নিচ্ছে কেন্দ্র, এই ইস্যু নিয়ে এখন থেকেই কার্যত উত্তাল হতে শুরু করেছে জাতীয় রাজনীতি।