World Health Organization এর পক্ষ থেকে প্রতি বছরই ৩১শে মে অর্থাৎ এই দিনটিকে বিশ্বজুড়ে “তামাক মুক্ত দিবস” হিসাবে পালন করা হয়।
এবছরের থিম “Tobacco and Heart Disease” ।
হু’এর এক সমীক্ষা অনুযায়ী বিশ্ব তামাক মহামারীতে প্রতি বছর ৭ মিলিয়ন লোক মারা যান যার মধ্যে প্রায় ৯,০০,০০০ জন অধূমপায়ী ব্যাক্তি। এর পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু’এর সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে “বিশ্ব তামাকমুক্ত দিবস” চালু করে।
হু’এর সমীক্ষায় আরো জানা যায় প্রায় এক বিলিয়ানের ৮০% এর বেশি ধূমপায়ীরা নিম্ন মধ্যবর্তী আয়ের দেশে বাস করে। যেখানে তামাক জাতীয় রোগ ও মৃত্যুর বোঝা গুরুতর।
হৃদরোগে ব্লাডপ্রেসারের পর দ্বিতীয় সবথেকে বড় কারণ হলো তামাক। ধূমপানের আসক্তি প্রতি বছরই অনেক প্রাণের শিকার করছে। সিগারেট ও তামাকের অন্যান্য ধরণের দ্রব্যে থাকা নিকোটিন নামক মাদক এই আসক্তি সৃষ্টি করে যা খুবই অপ্রতিরোধক।