নজরুল স্মৃতি পুরস্কার পেলেন বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তীর। বহু জীবনমুখী বাংলা গানের কণ্ঠশিল্পী ও সঙ্গীতকার তিনি।
১৯৯০এর দশকের প্রথম ভাগে “এই বেশ ভালো আছি” এলবাম প্রকাশের পর তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। একক এলবাম ছাড়াও যৌথ এলবাম হিসাবেও তিনি সংগীত পরিচালনা করেন। ১৯৯৮ সালে “হটাৎ বৃষ্টি” ছবিতে তিনি সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসাবে কাজ করেন। তিনি বেশ কয়েকটা ছবি যেমন কাটাকুটি, খেলাঘর ইত্যাদিতে অভিনেতা হিসাবেও কাজ করেছেন।
বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, সঙ্গীতভূষনেও ভূষিত হয়েছেন বাংলার এই প্রবাদ প্রতিম জীবনমুখী কণ্ঠশিল্পী।
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে সমাজের ২৩জন গুণী মানুষকে পুরস্কার প্রদান করা হয়। তারসঙ্গেই এদিন নজরুলের জীবনী গ্রন্থের উপর লেখা দুটি খন্ড প্রকাশ করা হয়। ড: বাধন সেনগুপ্ত বইটি প্রকাশ করেন। যার প্রচ্ছদ এঁকেছেন যোগেন চক্রবর্তী। অনুষ্ঠানটি নিউটাউনের নজরুল তীর্থে আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন, তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী ব্রাত্য বসু, কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী পূর্ণেন্দু বসু, কবি তথা নজরুল একাডেমির সভাপতি জয় গোস্বামী, নাট্য একাডেমির মনোজ মিত্র। তাদের সামনেই ২৩জন গুণীজনদের সম্মানিত করা হয়।