গত লোকসভা ভোটের আগে যদি বিজেপি বিরোধীরা জোট বাঁধত তাহলে অন্যরকম হত ভোটের ফলাফল। ৫৫ টিরও বেশি আসন কমে যেত বিজেপির। বিরোধীরা একজোট হয়ে বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে কর্ণাটকে। সবাই এবার তাকিয়ে আছেন উত্তরপ্রদেশের কাইরানার লোকসভা উপনির্বাচনে। কাল ওই কেন্দ্রে ভোট। ফলাফল বৃহস্পতিবার।
কাইরানার বিজেপি প্রার্থী মৃগাঙ্ক সিং। তার বাবা হুকুম সিং ওই কেন্দ্রের এমপি ছিলেন। গত ফেব্রুয়ারিতে মারা যান। মূলপ্রতিদ্বন্ধি রাষ্ট্রীয় লোক দলের তাবাস্সুম হুসেন। লোক দলকে সমর্থন করছেন কংগ্রেস, বিএসপি ও সমাজবাদী পার্টি।
কাইরানা লোকসভা কেন্দ্রটি উত্তরপ্রদেশের শ্যামলী জেলায় অবস্থিত। ভোটের সংখ্যা ১৬ লক্ষ। তার মধ্যে জাট ভোটারের সংখ্যা বেশি।
রাষ্ট্রীয় লোক দলের প্রধান সমর্থক এই জাটেররা। এবার মুসলিম প্রার্থী দিয়ে অজিত সিং এর দল জাট ভোটের সঙ্গে মুসলিম ভোটও পেতে চেষ্টা করছে।
শেষ পাঁচ বছরে বেশ কয়েকটি বড় ধরনের দাঙ্গা হয়েছে কাইরানায়। ৫০ হাজারের এর বেশি মানুষ গৃহহীন হয়েছেন। ২০১৪ সালে হুকুম সিং কাইরানা কেন্দ্রে ৫০.৫৪% ভোট পেয়েছিলেন। কিন্তু ২০১৭ সালের একটি সমীক্ষায় দেখা যায়, বিজেপির ভোট শেয়ার কমে এসেছে ২৪% । কাইরানার লড়াই জমজমাট।