বামেদের আমলে রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল হলদিয়ায় শিল্প পরিকাঠামো ভেঙে পড়েছিল। ফলে থমকে গিয়েছিল শিল্পের গতি। আবার কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রের দ্বিতীয় ইউপিএ সরকারের চাপানো নিষেধাজ্ঞা আটকে রেখেছিল এখনকার অগ্রগতিকে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার হলদিয়ার শিল্প পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়ায় সব বাধা কাটিয়ে এগিয়ে চলেছে হলদিয়া। এখন আর পেছন ফেরার কোনও প্রশ্ন নেই। পরিষ্কার ভাবে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী।
হলদিয়ায় আরও বেশি বেশি শিল্পের বিকাশের লক্ষ্যে শুক্রবার হলদিয়ায় সতীশ সামন্ত ট্রেড সেন্টারে এমসিসিআই-এর উদ্যোগে শিল্পের বিকাশের বিষয়ে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী, পুলিশ সুপার ভি সলেমন নেশাকুমার, এমসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিশাল ঝাঁজরিয়া, এইচডিসি-এর ডেপুটি চেয়ারম্যান জি সেন্থিলেভল সহ অন্যান্যরা।
শুভেন্দু অধিকারী বলেন, বাম আমলে শিল্পের জন্য জমি একটা বড় সমস্যা ছিল। তৃণমূল সরকারের আমলে সেই সমস্যা নেই। বলেন, সরকার যেমন শিল্পের প্রয়োজনে ল্যান্ডব্যাঙ্ক করেছে। আমরা হলদিয়া উন্নয়ন পর্ষদও হলদিয়ায় শিল্পপতিদের প্রয়োজনীয় জায়গা দেওয়ার জন্য ল্যান্ডব্যাঙ্ক গড়ে তুলেছি। পরিকাঠামো উন্নয়নের সঙ্গে আদালতের নির্দেশে গত ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে দূষণের ছাড়পত্র পাওয়ার পর থেকে হলদিয়ায় ছোটবড় শিল্পের বিকাশ ঘটতে থাকে।
গত অর্থবর্ষে আমরা ১৫০কোটি টাকার উন্নয়ন করেছি। আমরা এই কাজের জন্য মার্চের জন্য অপেক্ষা করব না। ডিসেম্বর ৩১শের মধ্যে আমাদের সব ইনফ্রাস্ট্রাকচার শেষ করে দেব। রাস্তা সংস্কার, এলাকা সৌন্দর্যায়ন, সেচ, ওয়াচ টাওয়ার, যাত্রী প্রতিক্ষালয় থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য নানাবিধ উন্নয়ন।
মুখ্যমন্ত্রীর উন্নয়নের মন্ত্রকে হাতিয়ার করে নতুন নতুন মাইলফলক গড়ছেন শুভেন্দু।