আন্তোনিও কোন্তের দল চেলসি ২০১৭-১৮ মরসুম প্রিমিয়ার লিগে সেই ভাবে দাগ কাটতে না পারলেও ,মরসুম শেষ করলো এফ এ কাপে জয় দিয়ে। শনিবার এফ এ কাপ ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে বিপক্ষ ম্যানচেস্টার উনাইটেড কে ১-০ গোলে হারালো চেলসি। এই নিয়ে ছয় বার এফ এ কাপ জিতলো চেলসি। চেলসির হয়ে এক মাত্র গোলটি করেন ইডেন হ্যাজার্ড। ২১মিনিটে উনাইটেডর ডিফেন্ডার ফিল জোন্স এর বক্সের মধ্যে করা ট্যাকলে পেনাল্টি থেকে গোল করেন তিনি। তবে সারা ম্যাচে বল পসেশন ম্যানচেস্টারএর বেশি থাকার সত্ত্বেও তারা সেই ভাবে কোনো গোলের সুযোগ করতে পারেনি। ম্যাচের পর হতাশ ম্যানচেস্টার ইউনাইটেড এর কোচ হোসে মোরহীনহো বলেন,” চেলসিকে জয়ের অভিনন্দন। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যোগ্য দল হিসাবে ওরা চ্যাম্পিয়ন হয়নি। আমাদের জেতার কথা ছিল।” মোরহীনহোর মতে রোমেলু লুকাকু ও ফেলাইনী এই ম্যাচে না খেলাতে একটা বড় এডভ্যানটেজ পেয়েছে চেলসি। চেলসির জয়ের নায়ক ওম্যাচের সেরা হ্যাজার্ড বলেন,” আমরা ভালো খেলছি এই ম্যাচে। আমাদের প্রথম থেকেই ট্যাকটিকস ছিল ডিফেন্সিভ ভাবে খেলা। গোল না খাওয়াই আমাদের প্রধান লক্ষ ছিল।” এই জয়ের পরে চেলসি কোচ নিজেকে “সিরিয়াল উইনার” হিসাবে ঘোষণা করেছেন।তবে এফ এ কাপ জিতেও পরের মরসুমের জন্য কোন্তের ভবিষ্যৎ জল্পনাতেই থেকে গেল।
