কেন্দ্রীয় সরকারের একের পর এক সিদ্ধান্তে তটস্থ হয়ে উঠেছে দেশবাসী। বর্তমান পরিস্থিতিতে মোদী সরকারের এনআরসি নীতি নিয়ে সারা দেশে হট্টগোল পড়ে গেছে। একদিকে সারা দেশে এনআরসি চালু করা হবে হুঙ্কার দিচ্ছে গেরুয়া শিবির, অন্যদিকে এর প্রতিবাদে সরব হচ্ছে সাধারণ মানুষ। তার মধ্যেই এই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন উত্তর পূর্বের রাজ্যগুলির ১২ জন অবিজেপি সাংসদ।
তাঁরা জানিয়েছেন, এই বিল পাশ হলে সেখানকার আদিবাসীরা বাস্তুচ্যুত হবেন। সেই জন্য উত্তর পূর্বের রাজ্যগুলিকে এই বিলের বাইরে রাখার আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁরা আরও জানিয়েছেন, এখানকার জনসংগঠনগুলিও এই বিলের বিরোধিতা করছে। তালিকায় লোকসভা ছাড়াও রাজ্যসভার সাংসদরাও রয়েছেন। শিলং-এর সাংসদ ভিনসেন্ট এইচ পালা এই চিঠির ব্যাপারে উদ্যোগ নেন।
অসমের বড়পেটার সাংসদ আব্দুল খালেক বলেছেন, উত্তর পূর্বের মানুষ এই বিলের কড়া বিরোধিতা করছেন। এই তালিকায় স্বাক্ষরকারীদের মধ্যে অন্যরা হলেন, অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ মুকুট মিথি এবং অসমের নওগাঁর সাংসদ প্রদ্যোৎ বরদলই। ভিনসেন্ট এইচ পালা জানিয়েছেন, এই তালিকায় অসম, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং সিকিমের সাংসদরা রয়েছেন। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে ১২ জন সাংসদ দাবি করেছেন, এই বিল পাশ হয়ে গেলে, তা উত্তরপূর্বের আদিবাসীদের ক্ষতি করবে। তাঁদের বাস্তুচ্যুত হওয়ার কারণও হবে এই বিল।