জয়েন্ট এন্ট্রান্স (মেইন)-এর প্রশ্নপত্র কেন আঞ্চলিক ভাষায় করা হবে না? এই নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। তারই মধ্যে জয়েন্টের প্রশ্নপত্র বাংলায় করার দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, অন্যান্য আঞ্চলিক ভাষার প্রতি বিমাতৃসূলভ আচরণ করছে কেন্দ্র।
সেই দাবির জেরেই এ বার বাংলা ভাষাতেও জয়েন্টের প্রশ্ন হতে চলেছে। শুধু বাংলাতেই নয় ২০২১ সালে ইংরেজি, হিন্দি, বাংলা, অসমিয়া, গুজরাতি, কন্নড়, মরাঠি, ওড়িয়া, তামিল, তেলুগু ও উর্দুতে প্রশ্নপত্র হবে বলে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে খবর। অবশ্য ২০২০ সালের পরীক্ষা হিন্দি, ইংরেজি এবং গুজরাতিতেই হচ্ছে। অর্থাৎ ২০২১-এ জয়েন্ট এন্ট্রান্স (মেইন)-এর প্রশ্নপত্র হবে ১১টি ভাষায়।
বাংলা ভাষায় প্রশ্নপত্রের দাবিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)–কে চিঠিও দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যান্য রাজ্যের শিক্ষামন্ত্রীরাও চিঠি দেন। তা খতিয়ে দেখার পরই ওই ভাষাগুলিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।