বুধবার এসপিজি সংশোধনী বিল নিয়ে বিতর্কে সরগরম ছিল লোকসভার অধিবেশন। গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকেই খড়গহস্ত ছিল কংগ্রেস। এরই মধ্যে বাংলায় বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তার বহর নিয়ে প্রশ্ন তোলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দিলেই পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। লোকসভার বিতর্কে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন সুদীপ।
তিনি বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধি নন, এমন কজনকে সিআরপিএফ নিরাপত্তা দেওয়া হচ্ছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তালিকা প্রকাশ করুন। আমাদের দল ছেড়ে অন্য দলে বিজেপি যোগ দিলেই রাইফেল, এলএমজি-সহ ৪ জন করে সিআরপিএফ জওয়ান নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে।’ তাঁদের নিরাপত্তা প্রত্যাহারের দাবিও করেন সুদীপ। তাঁর কটাক্ষ, ‘অনেককেই কেউই চেনে না।’ রাজ্যপালের সিআরপিএফ নিরাপত্তার প্রসঙ্গও তোলেন তৃণমূলের লোকসভার দলনেতা। তাঁর কথায়, ‘রাজ্যপালের নিরাপত্তার খরচ বহন করতে হচ্ছে রাজ্যকে।’