ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াড থেকে ছিটকে গেলেন শিখর ধওয়ান। তাঁর পরিবর্ত হিসাবে দলে জায়গা পেলেন সঞ্জু স্যামসন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় ধওয়ান হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন। গভীর ক্ষত তৈরি হয়েছিল। পরে হাসপাতালে ভরতি হন ভারতীয় দলের ওপেনারটি। তাঁর চোট পরীক্ষা করে ভারতীয় দলের মেডিকেল টিম জানিয়ে দেয়, সুস্থ হতে শিখরের আরও কিছুদিন সময় লাগবে। সেই মতো জাতীয় নির্বাচক কমিটি ধওয়ানের জায়গায় সঞ্জুকে দলে অন্তর্ভুক্ত করে।
বাংলাদেশের বিরুদ্ধে একটিও ম্যাচে সুযোগ না দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি টোয়েন্টির দল থেকে তাঁকে বাদ দেন জাতীয় নির্বাচকরা।
এই নিয়ে ক্রিকেটমহলের একাংশের অসন্তোষের মধ্যেই শিখর ধওয়ানের চোট জাতীয় দলের বন্ধ হয়ে যাওয়া দরজা ফের খুলে দিল সঞ্জু স্যামসনের জন্য। নিজেকে প্রমাণের জন্য আচমকাই সুযোগ পেলেন তিনি।
ঘরোয়া সিরিজে বেশ ভাল পারফরম্যান্স করায় বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছিলেন স্যামসন। একটি ম্যাচও খেলার সুযোগ না পাওয়া সঞ্জুকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলেই রাখেননি নির্বাচকরা। তাঁদের এই সিদ্ধান্ত ভাল ভাবে মেনে নিতে পারেননি লোকসভার সাংসদ শশী তারুর। সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের সমালোচনা করে তিনি লিখেছিলেন, ‘কোনও সুযোগ না পেয়ে সঞ্জু স্যামসনকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক। তিনটি টি টোয়েন্টিতে জল বইতে দেখা গিয়েছে ওকে। ওর ব্যাটিং দক্ষতার কি পরীক্ষা নেওয়া হল?’ এই টুইটটি রিটুইট করেন ভাজ্জিও।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লী-মহারাষ্ট্র ম্যাচ চলাকালীন শরীর ছুড়ে বল ধরতে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে গভীর ক্ষত তৈরি হয় ধওয়ানের। তাঁর জায়গায় নির্বাচকরা স্যামসনের নাম ঘোষণা করেন। কেইরন পোলার্ডদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৫ ডিসেম্বর থেকে। ফলে পুরোদস্তুর সুস্থ হয়ে ওঠার জন্য বেশ কিছুটা সময় এখনও হাতে পাচ্ছেন ধওয়ান।