অযোধ্যা বিতর্কে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেও, মুসলিম পক্ষ এখনও অখুশি। একথা মঙ্গলবারই স্পষ্ট করে জানিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। অযোধ্যা রায়কে পালটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কোনও আবেদন জানানো হবে না। একথা তবে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ফের আবেদন করার কথা ভাবছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)।
গত ৯ নভেম্বর শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ রায়ে বলে, অযোধ্যার বিতর্কিত জমিতে ট্রাস্টের তত্ত্বাবধানে মন্দির তৈরি হবে। আর বিকল্প পাঁচ একর জমি পাবে মুসলিমদের পক্ষের ‘সুন্নি ওয়াকফ বোর্ড’। তারপর বুধবারই মুসলিম পার্সোনাল ল বোর্জ জানিয়ে দিল, সুন্নি ওয়াকফ বোর্ডের অযোধ্যা রায়কে চ্যালেঞ্জ করে আবেদন না জানানোর সিদ্ধান্ত একেবারেই আইনি বাধা হয়ে দাঁড়াবে না।