ব্যারাকপুর পুরসভার সভাকক্ষে উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে জরুরী ভিত্তিতে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এই লোকসভা কেন্দ্রকে নিয়ে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। ওই বৈঠকে জ্যোতিপ্রিয় বলেন, “ অর্জুনকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল”।
তিনি আরও বলেন, “আমরা দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেব, নতুন কেউ দলে আসতে চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকে তাকে দলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগামী দিনে আমরা অর্জুনকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল ? ওর কত দম আছে, আমাদের জানা হয়ে গেছে। ব্যারাকপুর কর্পোরেশন হলে অনেক বেশি উন্নয়ন হবে এই এলাকায়। সরকার যদি কর্পোরেশন করে আমরা সরকারকে সবরকম সহযোগিতা করব। তবে দলে বেনোজল ঢুকতে দেওয়া হবে না।”
জ্যোতিপ্রিয় ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল পর্যবেক্ষক তথা ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান নির্মল ঘোষ, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী-সহ বারাকপুর মহকুমার আটটি পুরসভার পুরপ্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিরা।