ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপন বলে কথা! শহরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টিমকে খেলিয়ে ফুটবল প্রেমীদের চমকে দিতে পারে ইস্টবেঙ্গল। তবে প্রায় অসম্ভব ব্যাপারটাই সম্ভব হতে পারে যদি বুধবার কলকাতায় এসে এখানকার সব কিছু দেখার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পরিদর্শক টিম সবুজসঙ্কেত দেয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঢাকায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলার কথা ২০২০ এর ২৭ জুলাই। তার দু’দিন পরেই কলকাতায় আনার চেষ্টা চলছে পল পোগবা, মার্কাস র্যাশফোর্ডদের। যুবভারতীতে লাল ম্যাঞ্চেস্টারের প্রতিপক্ষ হবে লাল হলুদ জার্সি। শতবর্ষ উপলক্ষ্যে ইস্টবেঙ্গল কর্তারা বহুদিন ধরেই বিদেশি টিম আনার জন্য মরিয়া চেষ্টা করছিলেন। বাংলাদেশ একই কাজ করায় যৌথভাবে ম্যাঞ্চেস্টারকে আনার কাজটা কিছুটা সহজ হয়েছে।
পরের বছর জুলাইয়ের শেষ দিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টিম তাদের প্রাক মরশুম সফর করতে এশিয়ার কোথায় কোথায় খেলবে, তা খতিয়ে দেখতেই পরিদর্শক টিম মঙ্গলবার পা রাখছে বাংলাদেশে।