উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-ডি’এর ম্যাচ স্প্যানিশ ক্লাবটির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, আজ ঘরের মাঠ অ্যালায়েঞ্জ স্টেডিয়ামে আটলেটিকো মাদ্রিদের চ্যালেঞ্জ সামলাবে জুভেন্তাস। ৪ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে মাদ্রিদ। অন্যদিকে ৪ ম্যাচে রোনাল্ডোদের ঝুলিতে ১০ পয়েন্ট।
তুরিনে জুভেন্তাসের কাছে আটলেটিকো মাদ্রিদ হারলে তাদের পক্ষে পরবর্তী পর্যায়ে যাওয়ার ব্যাপারটি জটিল হতে পারে। তাই এদিন কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, “অ্যাওয়ে ম্যাচ হলেও আমরা তিন পয়েন্টের লক্ষ্যেই খেলব। প্রথম পর্বে জুভেন্তাসকে ২-২ গোলে রুখে দিয়েছিলাম। তবে তারপর দু’মাস অতিক্রান্ত হয়েছে। দুটো দলই এখন অনেক পরিণত। গত পাঁচটি ম্যাচে অবশ্য আমার দল মাত্র একটিতে জিতেছে। দীর্ঘ মরশুমে এরকম ব্যাড প্যাচ যেতেই পারে। তা নিয়ে ভাবছি না। জুভেন্তাস যথেষ্ট শক্তিশালী দল। সিরি-এ’তে ওদের ধারাবাহিকতা তারই প্রমাণ”।
সিরি-এ’র গত ম্যাচে আটলান্টার বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশ্রাম দিয়েছিলেন কোচ মরিসিও সারি। তবে আজ প্রথম একাদশেই থাকছেন পর্তুগিজ মহাতারকা। আপফ্রন্টে তাঁর পাশে শুরু করবেন গঞ্জালো হিগুয়েন। চলতি মরশুমে গোলের মধ্যে রয়েছেন আর্জেন্তাইন স্ট্রাইকারটি। এর পাশাপাশি কুয়াদ্রাদো এবং অ্যালেক্স স্যান্ড্রোর গতিশীল দৌড় জুভেন্তাসের সম্পদ। আটলেটিকো চেষ্টা করবে রক্ষণ সংগঠন জমাট রেখে প্রতি-আক্রমণে গোল তুলে নিতে।