অবশেষে অধরা জয় ও গোল খরা কাটল ইন্ডিয়ান সুপার লিগে দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন। এই মরশুমে অভিষেক বচ্চনের দল চেন্নাইয়িন এফসির শিবিরে কোনও জয় আসেনি। এমনকি বিপক্ষকে কোনও গোলও দিতে পারছিলেন অনিরুদ্ধ থাপা, থই সিংহেরা। অবশেষে এলো সেই জয়।
সোমবার ঘরের মাঠ মেরিনা এরিনায় নাটকীয় ম্যাচে হায়দ্রাবাদ এফসিকে চেন্নাইয়িন এফসি হারাল ২-১। নব্বই মিনিট ম্যাচ ছিল গোলশূন্য। কিন্তু বাড়তি
ছয় মিনিটেই নাটকীয় ভাবে ঘুরে যায় ম্যাচ।
৯২ মিনিটে হায়দ্রাবাদ রক্ষণের ভুলে গোল করে চেন্নাইয়িনকে এগিয়ে দিয়েছিলেন ফুটবলার আন্দ্রে শেমব্রি। কিন্তু ৯৫ মিনিটে সেই উচ্ছ্বাস বন্ধ হয়ে যায়। কর্নার থেকে গোল করে সমতা ফেরান হায়দ্রাবাদের ব্রিটিশ ফুটবলার ম্যাথিউ কিলগালন। কিন্তু পরের মিনিটেই চমৎকার ক্ষিপ্রতার সঙ্গে গোল করে চেন্নাইয়ের হয়ে গোল করেন নেরিয়ুস ভালস্কিস। নাটকীয় এই জয়ের আনন্দে খেলার পরে মাঠে নেমে এসে উৎসব শুরু করে দেন চেন্নাইয়িন মালিক অভিষেক বচ্চনও।