২০১৬ সালের ৮ নভেম্বরে নোটবন্দির পর কেটে গেছে ৩ বছর। এর ফলে দেশে জাল নোটের সংখ্যা কমে যাবে, প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতির পরেও কার্যক্ষেত্রে কোনও সুরাহা হয়নি। বরং এরপর থেকে সবথেকে বেশি জাল নোট উদ্ধার হয়েছে মোদীর রাজ্য গুজরাটে। এবার সেখানকারই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। খেড়া জেলার অম্বাও গ্রামের স্বামীনারায়ণ মন্দিরের একটি ঘর থেকে নকল নোট ছাপার যন্ত্র এবং এক কোটি টাকা মূল্যের বেশি জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার হয়েছে মন্দিরের পূজারী রাধারমণ স্বামী সহ মোট পাঁচজন।
গত শনিবার সুরাতের অপরাধ দমন শাখা গভীর রাতে অপারেশন চালিয়ে প্রতীক নামে ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতার করার সময় প্রতীক জাল নোট নিয়ে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিল। মোট ২০৩ টি ২০০০ টাকার জাল নোট পাওয়া গেছে তাঁর কাছ থেকে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ৩৫,০০০ টাকা দামের মোবাইল ফোন এবং পাঁচ লক্ষ টাকা দামের গাড়িও।
জেরার মুখে প্রতীক জানায়, জাল নোটের এই কারবারিদের প্রধান আস্তানা অম্বাও গ্রামের স্বামীনারায়ণ মন্দির। পাকা খবর পেয়ে পরের দিন হানা দিয়ে বিভিন্ন জায়গা থেকে চারজনকে গ্রেফতার করে। পাঁচজনের কাছ থেকে সবমিলিয়ে ৫০১৩ টি ২০০০ টাকার নকল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে স্বামীনারায়ণ মন্দিরে পৌঁছে পুলিশের চক্ষু চড়কগাছ। মন্দির চত্বরের একটি ঘর থেকে পাওয়া গেছে নোট ছাপানোর যন্ত্র। গ্রেফতার করা হয়েছে পূজারী রাধারমণ স্বামীকে।