গতবছর উত্তরপ্রদেশে শিশুমৃত্যু সংক্রান্ত একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছিল ইউনিসেফ। সেই রিপোর্টে দেখা গিয়েছিল, উত্তরপ্রদেশে প্রত্যেকদিন প্রায় ৮৫০ শিশুর মৃত্যু হচ্ছে যাদের বয়স পাঁচ বছরের কম। এছাড়াও জন্মানোর প্রথম সপ্তাহেই মারা যাচ্ছে ৭২.৯ শতাংশ শিশু। দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে ১৩.৫ শতাংশ করে শিশু মৃত্যুর ঘটনা ঘটে উত্তরপ্রদেশ। এবার যোগী প্রশাসনের বিরুদ্ধে শিশু মৃত্যু ঘটনা সংক্রান্ত তথ্য বিকৃত করার অভিযোগ তুলল সিএজি।
কেন্দ্রীয় সংস্থা সিএজি জানিয়েছে, উত্তরপ্রদেশের হাসপাতালগুলির অবস্থা খুব খারাপ। সেখানে কোনও নিয়ম মানেন না চিকিৎসক এবং নার্সরা। গ্রামের হাসপাতালগুলির অবস্থা আরও খারাপ। শিশুমৃত্যুর ঘটনাও নথিভুক্ত করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। যার ফলে রাজ্যে শিশুমৃত্যু হার নির্ধারণ করতে বেশ বেগ পেতে হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থাকে।
উল্লেখ্য, যোগী সরকার আগে জানিয়েছিল, রাজ্যে মৃত সন্তান প্রসবের হার মাত্র ১.৬৩ শতাংশ। কিন্তু সিএজি তাদের রিপোর্টে জানিয়েছে, যোগী সরকারের দেওয়া তথ্য বিকৃত। মৃত সন্তান প্রসবের হার উত্তরপ্রদেশে অনেক বেশি। সিএজির আধিকারিক সংবামাধ্যমে জানিয়েছেন, ‘হাসপাতালগুলি শিশু মৃত্যু খবর নথিভুক্ত করে বলেই সঠিক তথ্য পাওয়া যায় না।’
এই তথ্য সামনে আসতেই ফের মুখ পুড়ল যোগী সরকারের। একে তো মানুষের নানা রকম ক্ষোভ আছেই সরকারের প্রতি। তারওপরে এই হারে শিশুমৃত্যু এবং তা লুকিয়ে যাওয়ার এহেন খবর সামনে আসতে আরও ক্ষোভের সঞ্চার হয়েছে মানুষের মধ্যে।