ইডেনের ঐতিহাসিক টেস্টে দাপট শুরু বিরাটের। তাঁর চওড়া ব্যাট হাসছে। আর বড় রানের পাহাড় তৈরি হচ্ছে। পাশাপাশি গোলাপি বলের টেস্টে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন তিনি। যা তাঁর টেস্ট কেরিয়ারের ২৭তম সেঞ্চুরি। এদিন শতরানে পৌঁছতে ১৫৯ বল নিলেন তিনি। মারলেন এক ডজন বাউন্ডারি।
বিরাট কোহলি কি ভারতের প্রথম গোলাপি টেস্টে সেঞ্চুরি করতে পারবেন? শনিবাসরীয় সকালে ইডেনমুখো জনতার আগ্রহ ছিল এটাই। সেই আগ্রহ মেটাতে বেশিক্ষণ সময় নিলেন না তিনি। এদিন তিনি শুরু করেছিলেন দাপটে। যে ভঙ্গিতে শুক্রবার মুগ্ধ করেছিলেন ক্রিকেটপ্রেমীদের, সেই আত্মবিশ্বাস সঙ্গী হয়েছিল তাঁর।
রাহানেও স্ট্রেট ড্রাইভে চার মেরে বুঝিয়েছিলেন বড় রানের জন্য তৈরি তিনি। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলেন না। ৫১ রানে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের বলে কাট মারতে গিয়ে পয়েন্টে এবাদত হোসেনকে ক্যাচ দিলেন তিনি। অন্যদিকে, বিরাট অবশ্য স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এগিয়ে চললেন।
শুক্রবার ৫৯ রানে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। কোহলি খেলছিলেন রীতিমতো দাপটে। গোলাপি বলকে পোষ মানানোর ভঙ্গিতে। তাঁর সঙ্গে ২৩ রানে অপরাজিত ছিলেন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। দু’জনে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে শুক্রবার যোগ করেছিলেন ৩৭ রান। ৪৬ ওভারে তিন উইকেটে ১৭৪ তুলেছিল ভারত। লিড ছিল ৬৮ রানের। সেই ফেলে আসা লিডকেই এগিয়ে নিয়ে চলেছেন ভারত অধিনায়ক। লাঞ্চের আগে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ২৮৯। ক্রিজে কোহলি (১৩০) ও জাদেজা (১২)। বাংলাদেশের থেকে ভারত এগিয়ে ১৮৩ রানে।