পিছন থেকে ছুরি মেরে মহারাষ্ট্রের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অজিত পাওয়ার। বিজেপিকে সমর্থন জুগিয়ে উপ মুখ্যমন্ত্রী পদ বাগানো অজিতের বিরুদ্ধে সকালেই এই ভাষায় আক্রমণ শানিয়েছিলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। এবার মুখ্যমন্ত্রীর কুর্সি ফস্কে যাওয়ায় ক্ষুব্ধ সেনা প্রধান উদ্ধব ঠাকরে সরাসরি তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধেই। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রে সার্জিক্যাল স্ট্রাইক করল বিজেপি।
প্রসঙ্গত, শনিবার সকালেই মহানাটকীয় মোড় নেয় মহারাষ্ট্রের সরকার গঠন প্রক্রিয়া। তবে সরকার গঠন হয়ে যাওয়ার পর এখন আরেক নাটক শুরু হয়েছে মারাঠা রাজনীতিতে। এনসিপির সঙ্গে সরকারিভাবে জোট না করেও অজিত পাওয়ারকে পাশে নিয়ে শপথ নিয়ে ফেলেছেন দেবেন্দ্র ফডনবিশ। আর এতেই রাগে ফুঁসছেন উদ্ধব এবং এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।
অপ্রত্যাশিত এই মোচড়ের পর এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন দুই দলের প্রধান। শরদ পাওয়ার অজিতের এই পদক্ষেপ মানছেন না বলে জানিয়েই দিয়েছেন। আর এবার উদ্ধব বললেন, মহারাষ্ট্রে সার্জিক্যাল স্ট্রাইক করল বিজেপি।
আসলে আগের দিন সন্ধে পর্যন্ত উদ্ধব জানতেন, তিনিই হচ্ছেন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী। কিন্তু আজ সকালে উঠেই তাঁকে শুনতে হল, নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়ে ফেলেছেন। এহেন ধাক্কা সহ্য করতে পারছেন না শিবসেনা সুপ্রিমো। এদিন শরদকে পাশে নিয়ে তাঁর দাবি, রাজ্যের গণতন্ত্রের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করেছে বিজেপি। দল ভাঙিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে তারা। মানুষ এর বদলা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন উদ্ধব।
উল্লেখ্য, গত বছর এই নভেম্বর মাসেই অজিত পাওয়ারকে দুর্নীতির দায়ে জেলে ঢোকানর জন্য উঠেপড়ে লেগেছিল বিজেপি। আর এক বছর পর সেই অজিতের সঙ্গেই জোট করে সরকার গড়েছে তারা। শত্রুর সঙ্গে হাত মেলানোর এই ঘটনাকেই সার্জিক্যাল স্ট্রাইক বলে আখ্যা দিয়েছেন উদ্ধব। ভাইপোর এই ‘আচমকা’ পদক্ষেপে চমকে গিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও। অজিত যে কাজ করেছেন তা ‘দলবিরোধী’ আখ্যা দিয়ে বহিষ্কারের জল্পনাও বাড়িয়ে দিয়েছেন তিনি।