মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের খাদি শিল্পের প্রসারে সরকারের উদ্যোগে চতুর্থ বর্ষ উত্তর ২৪ পরগনা জেলা জোনাল লেভেলের খাদি মেলা ২০১৯ শুরু হল মধ্যমগ্রামের সুভাষ ময়দানে। শুক্রবার মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি গৌরীশঙ্কর দত্ত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মূলত খাদি সামগ্রীর বিপণনের দিগন্ত খুলে দেওয়ার জন্য সারা রাজ্য জুড়ে সারাবছর জোনাল লেভেল খাদি মেলা অনুষ্ঠিত হচ্ছে। উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ জেলা থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও খাদি শিল্প এর সঙ্গে যুক্ত বিভিন্ন স্বনির্ভর দলের মহিলারা এই মেলায় স্টল খুলেছেন।
এই মেলা সম্পর্কে খাদি পর্ষদের জেলা আধিকারিক তপনজ্যোতি দাস বলেন, “রাজ্য সরকার খাদি শিল্প ও এই শিল্পের সাথে জড়িত মানুষদের কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি অনুদান নির্ধারনের পাশাপাশি এই ধরনের মেলার আয়োজন করে চলেছেন যাতে খাদি সামগ্রীর বিক্রি বাড়ে। মানুষ স্বনির্ভর হতে পারেন”। খাদি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের মেলা সরকার আয়োজন করবে। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই মেলা ঘিরে সাধারন মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।